চসিক মেয়রের সাথে রসুলবাগ আবাসিক সমাজ কল্যাণ পরিষদ’র নেতৃবৃন্দের সাক্ষাত

রসুলবাগ আসাসিক এলাকা সমাজ কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ বুধবার(১১ ডিসেম্বর) বিকালে সিটি
মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাত করে এলকার বায়তুল
মামুর জামে মসজিদ সংলগ্ন সিটি কর্পোরেশনের খাস জায়গা একটি হোল্ডিং
কোম্পানি কর্তৃক দখলের অভিযোগ করে একখানা আবেদন জানান।

নেতৃবৃন্দ স্মারকলিপিতে জানান যে, রসুলবাগ আবাসিক এলাকার বায়তুল মামুর
জামে মসজিদের পূর্বপাশের্^ সিটি কর্পোরেশন আবাসিক এলাকার সন্নিকটে
স্থাপিত ডাস্টবিন সংলগ্ন সিটি কর্পোরেশনের খাস জায়গায় একর্ড হোল্ডিংসের
গ্রীণ ভিলেজ নামীয় বহুতল ভবন নির্মাণকালীন প্রতিষ্ঠান টিনের ঘেরা দিয়ে খালের
দক্ষিণ পাড়ে পনের ফুট প্রসস্থ রাস্তা এবং দুইশত গজ জায়গা দখল করে নেন।

এতে ডাস্টবিনের ময়লা আবর্জনা অপসারন ও সর্বসাধারনের চলাচলে প্রতিবন্ধকা তৈরী।
নেতৃবৃন্দ মেয়রে নিকট সিটি কর্পোরেশনের জায়গা দখলমুক্ত করে জনগণের চালাচল ও
আবর্জনা অপসারনের পথ সুগম করা অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন রসুলবাগ আসাসিক এলাকা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি
এ.এম.এম এয়াকুব, সাধারণ সম্পাদক মোহাম্মদ নছরুল্লাহ্ধসঢ়; করিম চৌধুরী, বায়তুল
মামুর জামে মসজিদ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী, রসুলবাগ
আসাসিক এলাকা সমাজ কল্যাণ পরিষদের অর্থ সম্পাদক নিজামউদ্দিন মনি, সহ
সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক একরামুল হক মিল্টন, নছরত
আলী চৌধুরী হেলাল, মোহাম্মদ সেকান্দর, শফিউল বশর সাজু ও নুরুল করিম।