শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রাকে আমরা জ্বর বলি। বিশেষজ্ঞরা বলেন, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে ৯৮.৮৬ ডিগ্রি ফারেনহাইট বা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এর বেশি হলেই আমরা জ্বরে আক্রান্ত হতে পারি।
আমাদের অনেকেরই মাঝেমধ্যে সাধারণ জ্বর হয়ে থাকে। বিশেষ করে আবহাওয়া বদলের সময় এই জ্বর বেশি হয়। তবে মহামারি করোনার উপসর্গ যখন জ্বর দিয়েই শুরু হয়, তাই এসময় জ্বর হলে অবশ্যই গুরুত্বসহ ভাবতে হবে।
কখন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন:
• তাপমাত্রা ১০০.৮ ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে
• যদি শ্বাসকষ্ট হয়
• শুকনো কাশি
• জ্বরের সঙ্গে খিচুনি হলে
• দ্রুতগতির হৃদস্পন্দন হলে
• চামড়ায় লালচে দাগ দেখা দিলে
• মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় তীব্র ব্যথা থাকলে
• জ্বরের সঠিক কারণ জেনে বিশেষজ্ঞের পরামর্শমতো চিকিৎসা নিতে হবে।








