সেলিম উদ্দীন, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে নিরাপদ অভিবাসনে আইনি সহায়তা নিশ্চিত করণে গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটি (জিএমসি) গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ইসলামপুর আইটি সেন্টার মিলনায়তনে এনজিও সংস্থা প্রত্যাশির বাস্তবায়নাধীন সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহযোগিতা এবং হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঈদগাঁও উপজেলা সমন্বয়ক মো: আলী আসগরের পরিচালনা ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান মওলানা দেলোয়ার হোসাইন।
এতে বক্তব্য রাখেন সিমস্ প্রকল্পের নিরাপদ অভিবাসন বিষয়ক আইন কর্মকর্তা সুলতান মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন ইউপি মেম্বার নাছির উদ্দিন কাইছার, মেম্বার রফিকুল ইসলাম, মেম্বার লুতফুন্নেছা, মেম্বার জন্নাতুল ফেরদৌস,সাবেক মহিলা মেম্বার নুর আয়েশা,ইসলামপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা আবছার কামাল,সিমস্ প্রকল্প বাস্তবায়নকারী এনজিও সংস্থা প্রত্যাশির ইসলামপুর সমন্বয়ক নাজিয়া জাহান মালেকা, প্রত্যাশি এনজিও সংশ্লিষ্ট ইসলামাবাদ সমাজকর্মী সজল দাশসহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামপুর চেয়ারম্যান মওলানা দেলোয়ার হোসাইন বলেন, ইউনিয়নে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী রয়েছে। এসব প্রবাসী পরিবার অসচেতন হওয়ায় প্রবাসে গিয়ে তারা নানা হয়রানি ও ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে।