বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর পুরাতন রেলস্টেশন(বটতলী) চত্বরে মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৭ তম বার্ষিকী এবং দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হবে।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নিখিল দাশ।আরো উপস্থিত থাকবেন বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য কমরেড খালেকুজ্জামান লিপন এবং অন্যান্য জেলা নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয় বলেন,” শোষণ ও বৈষম্য নিরসনে দরকার রাষ্ট্রের কাঠামো ও নীতিগত পরিবর্তন। বর্তমান এই পুঁজিবাদী ব্যবস্থা বহাল রেখে মানুষের প্রকৃত মুক্তি অর্জন হবে না। তাই শোষণহীন সমাজ প্রতিষ্ঠা তৈরি করতে দেশের শ্রমিক,কৃষক, মধ্যবিত্ত মেহনতি মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ের বিকল্প নেই। মুক্তিযুদ্ধের প্রকৃত আকাঙ্খা তথা সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করে আগামীতে মানুষকে অধিকার প্রতিষ্ঠা করতে হবে।” আগামীকাল বাসদ চট্টগ্রাম জেলা শাখার এই জনসভায় সফল করার জন্য তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীসহ জনগণের প্রতি আহবান জানান।











