মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই রাঙামাটি: বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে সোমবার (১৮ নভেম্বর) দুপুরে কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের জুমিয়া পুর্ণবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি),দূর্নীতি প্রতিরোধ, সাম্প্রদায়িকতা প্রতিরোধ, বাল্যবিবাহ ও মানব পাচার বিষয়ক নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী (পিএইচডি)।
কাপ্তাই সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য, জুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র দাশ। এসময় স্থানীয় বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন।