কাপ্তাই জাতীয় উদ্যানে ৮ কেজি ওজনের অজগর অবমুক্ত

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই জাতীয় উদ্যানে একটি বার্মিজ অজগর সাপ অবমুক্ত করা হয়েছে রোববার (১৭ নভেম্বর) দুপুরে।

সাপটি ৭ ফুট লম্বা এবং প্রায় ৮ কেজি ওজনের। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তাই বন রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন। তিনি বলেন, বন বিভাগের কর্মীরা সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করেন। এসময় বন বিভাগ ও ওয়াইল্ড লাইফ এবং স্নেক রিসোর্স টিম বাংলাদেশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনাস্থ কেপিএমের প্রধান ফটকের ওয়াইল্ড লাইফ এবং স্নেক রিসোর্স টিম বাংলাদেশের রেস্কিউয়ার ইমরান হোসেন ইমন, হামিদুল ইসলাম ফাহিম অজগর সাপটিকে উদ্ধার করে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করে।