কক্সবাজার সদর-রামুর সাবেক এমপি কমলের সহযোগী আটক

কক্সবাজার জেলার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের অন্যতম সহযোগী ও যুবলীগ নেতা খালেকুজ্জামান (২৪) প্রকাশ খোকনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় র‍্যাব ও রামু থানা পুলিশের যৌথ অভিযানে রামু মন্ডলপাড়া এলাকা থেকে খোকনকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী।

গ্রেফতার খালেকুজ্জামান (খোকন) উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শমসু আলমের ছেলে। তিনি ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর ও হামলার ঘটনায় বিএনপি নেতা মেরাজ চৌধুরী মাহিনের করা মামলায় তালিকাভুক্ত আসামি।

জানা গেছে, গ্রেফতার খোকন বিগত সরকারের আমলে কক্সবাজার-৩ আসনের সাবেক এমপি সাইমুম সরওয়ার কমলের বিশ্বস্ত সহযোগী এবং রামু থানা যুবলীগের কর্মী ছিলেন। সেই সুবাদে খোকন এলাকায় মারামারি, লুটপাট, নাশকতা, অগ্নিসংযোগসহ বিভিন্ন ত্রাসের রাজত্ব কায়েম করতেন।

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, গ্রেফতার খালেকুজ্জামানের বিরুদ্ধে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির অফিস ভাঙচুর, হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তার সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাকে ওই মামলায় আদালতে প্রেরণ করা হবে।