ভাসমান রোজাদারদের হাতে ইফতার তুলে দিলো মানবিক সংগঠন মুসাফির
ভাসমান, অসহায় ও ভবঘুরে রোজাদারদের হাতে ইফতার তুলে দিলেন আত্মমানবতা মূলক সামাজিক সংগঠন মুসাফির।
শুক্রবার বিকেলে নগরির চকবাজার এলাকার ধনিয়ারপুলে ২ শতাধিক ভাসমান, অসহায় ও ভবঘুরে রোজাদারদের হাতে এ ইফতার তুলে দেন চকবাজার থানার ওসি (তদন্ত) রিয়াজ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাংবাদিক মুহাম্মদ মহরম হোসাইন, চাকবাজার থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাজিমউদ্দীন, তরুণ রাজনীতিবিদ শরফুদ্দীন আহমেদ রাজু, সংগঠনের সদস্য আকলিমা আকতার মনি, মো. জনি, মো. আলম, মো. মাইনুদ্দীন ও মহানগর ছাত্রলীগ নেতা নয়ন মজুমদার, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের গ্রন্তনা ও প্রকাশনা সম্পাদক বন্ধন সেন প্রমুখ।
ইফতার বিতরণকালে চকবাজার থানার ওসি তদন্ত রিয়াজ চৌধুরী বলেন, আসুন আমরা মানবিক হই। ভালো কাজে অংশ গ্রহণকরি। তিনি আরো বলেন, মুসাফির সংগঠনটি করোনার এ মহামারীতে পথে পথে, মোড়ে মোড়ে থাকা ভাসমান, অসহায় ভবঘুরে রোজাদার মানুষের হাতে ইফতার তুলে দিয়ে যে মহৎ কাজ করছে তা সত্যি প্রংশসার দাবিদার। আমিও এ কাজে শরীক হতে পেরে আনন্দিত।
প্রসঙ্গত “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এ মর্ম বুকে ধারণ করে করোনার দূযোগ মুর্হুতে সংগঠনটি অসহায়, ভাসমান ও ভবঘুরে মানুষদের মুখে রান্না করা খাবার তুলে দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
নগরীতে পথশিশুদের মাঝে রান্নাকরা খাদ্য বিতরন করছে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র
করোনা ভাইরাসের মহামারি পরিস্থিতে অসহায় হয়ে পড়েছে চট্টগ্রামের পথশিশু রা। খাবার দোকান সংকটে পথে থাকা বৃদ্ধ নর-নারীরাও রয়েছে অভুক্ত। অসহায় এসব পথশিশু ও বৃদ্ধ নর-নারীদের মাঝে গত ১৬ দিনের মতো আজও রান্না করা খাবার বিতরণ করছেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি)। করোনার কারনে অসহায় পথশিশু ও বৃদ্ধ ভবেঘুরে নর নারীকে আজ ১ মে মুরাদপুরে ১৭ তম দিনে খাবার বিতরন করেছে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র। আজকের এই খাবারের অর্থ যোগান দিয়েছেন আমাদের প্রিয়জন দাদা ভাই (মিষ্টার দেলোয়ার) দুবাই প্রবাসী। প্রবাসে আছে, তবুও মানুষের দুর্দিনে এগিয়ে আসা।
এ সময় উপস্থিত ছিলেন খাদ্য বিতরন কর্মসূচীর উদ্যোক্তা, ইতিহাসবিদ ও সিএইচআরসি সভাপতি সোহেল মো. ফখরুদ-দীনসহ অনান্যরা।

চান্দগাঁও এ সৈয়দ নজীবুল বশর মাইজভান্ডারীর ইফতারের উপহার সামগ্রী বিতরণ
১লা মে সকালে বাংলাদেশ তরিকত ফেডারেশনের কেন্দ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজীবুল বশর মাইজভান্ডারী এমপির নির্দেশক্রমে তরিকত ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক কাজী আহসান উল মোরশেদ কাদেরীর পরিচালনায় ও সদস্য সচিব মুহাম্মদ মনসুর আলম ভান্ডারীর সহায়তায় নগরীর চান্দগাঁও এরাকায় কর্মহীন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতারের উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্টানের সভাপতিত্ব করেন
আহেল সুন্নাত ওয়াল জামাতের নেতা ও সুন্নি সংগঠক আল্লামা জামাল উদ্দিন আলকাদেরী, বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চান্দগাঁও থানা শাখার সহ-সাধারণ সম্পাদক মো. জানে আলম, বন্দর থানা ছাত্রলীগ নেতা মো. আবদুল কাইয়ুম, মোঃ লোকমান ভান্ডারী, তরিকত ছাত্র ফেডারেশনের নেতা মো. ইয়ামিন, মো. মামুন, মাওলানা আবদুর রহিম, মাওলানা মাইন উদ্দিন, চ.বি মেরিন সাইন্স কর্মকর্তা মো. রফিক, দৈনিক একুশের বাণী প্রতিনিধি ও প্রত্যয় টিভির চেয়ারম্যান মো. এরশাদ আলী প্রমুখ। সবশেষে বিশ্ব মানবতার কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন আল্লামা জামাল উদ্দিন আল-কাদেরী।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আহসানুল মোরশেদ কাদেরী বলেন, “প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের সময়োপযোগী সিদ্ধান্তাকে বাস্তবে কাজে লাগিয়ে সামাজিক দুরত্ব মেনে জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে একে অপরকে মানবিক সহযোগিতা করতে হবে।”
রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ত্রাণ বিতরণ অব্যাহত
ইপিজেড সেইলর্স কলোনী নিউ জনক্যাণ কর্মজীবি সমবায় সমিতি’র সদস্যদের ইফতার
সামগ্রী বিতরণকালে খোকন চৌধুরী
মুক্তিযুদ্ধের সময়ের মতো ঐক্যবদ্ধ হয়ে দুর্যোগ মোকাবেলা করতে হবে
চসিক মেয়র প্রার্থী ও তৃণমূল এনডিএম চেয়ারম্যান খোকন চৌধুরী বলেছেন,
করোনা সংকটের এই মুহূর্তে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী অসহায়, কর্মহীন
মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত। মুক্তিযুদ্ধের সময়ের মতো ঐক্যবদ্ধ হয়ে
দুর্যোগ মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তার
কন্যা শেখ হাসিনার নেতৃত্বে করোনা দুর্যোগ মোকাবিলা করা হচ্ছে। এখনও
প্রত্যেক নেতাকর্মীকে মানুষের জন্য কাজ করতে হবে। কর্মহীন মানুষের ঘর ঘরে
সঠিকভাবে ত্রাণ পৌঁছে দিতে হবে। এ মহাদুর্যোগে বিত্তবানদের গরিব দু:স্থ
মানুষদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। কর্মহীন মানুষের ঘরে ঘরে ত্রাণ
পৌঁছে দিতে হবে। তিনি আজ ১ মে শুক্রবার সকালে তৃণমূল জাতীয়তাবাদী
গণতান্ত্রিক আন্দোলন (তৃণমূল এনডিএম) এর উদ্যোগে ইপিজেড সেইলর্স কলোনী
নিউ জনক্যাণ কর্মজীবি সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের ইফতার সামগ্রী
বিতরণকালে এ কথা বলেন। বর্তমানে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া
বিভিন্ন এলাকার অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে
দিয়েছেন চসিক মেয়র প্রার্থী ও তৃণমূল এনডিএম চেয়ারম্যান খোকন চৌধুরী।
খাদ্য সহায়তার মধ্যে প্রত্যেককে চাউল ৮ কেজি, আলু ২ কেজি, ছোলা বুট ১
কেজি, পিয়াজ ৫০০ গ্রাম, মশুরের ডাল ৫০০ গ্রাম, সয়াবিন তৈল ৫০০ এমএল ও ১টি
করে সাবান দেয়া হয়। এসময় সংগঠনের পক্ষে সাধারণ মানুষকে সরকারি নির্দেশনা
মেনে ঘরে থাকারও আহবান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন তৃণমূল এনডিএমের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নজরুল
ইসলাম, আবদুস সোবহান, আবদুর রশিদ, দিলীপ দাশ, আবদুল রব, যুগ্ম মহাসচিব
রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও মহানগর আহবায়ক নুরুল কবির শাহ, যুগ্ম
সাংগঠনিক সম্পাদক পিকাশ শীল সাগর, খোরশেদ আলম, মহানগর মহিলা নেত্রী
সুলতানা বেগম রুপা, হাটহাজারী নেতা যিশু দেব, মোঃ রুবেল, মো. মোরশেদ,
টিটন শীল, মোঃ নয়ন, মোঃ জাহিদ, মোঃ রাসেল, মোঃ টিটু, আকাশ দাশ, বাবলু
দেবসহ অনেক নেতৃবৃন্দ।