চবি শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা দাবি সমন্বয়কদের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রাথমিকভাবে ১১ টি দাবি পেশ করেছেন সমন্বয়রা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রশাসনের কাছে উক্ত দাবিগুলো পেশ করা হয়।

প্রাথমিক ১১ টি দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো, জুলাই বিপ্লবে নিহত শহীদের পরিবারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে আর্থিক সহায়তা ও পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ ও কর্মক্ষমদের চাকরির নিশ্চয়তা দেয়া, বিপ্লবে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধকরণ ও ছাত্র সংসদ চালু, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু, নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল পয়েন্টে সিসিটিভি স্থাপন, গবেষণায় বাজেট বাড়ানো।

সবশেষে সমন্বয়ক রাসেল, আরেফিন, হাবিবা, মাহফুজ, ফজলুল ও হাবিবের দস্তখতের মাধ্যমে উক্ত ১১ দফা দাবিসমূহ পেশ করা হয়।

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ও সব প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয় সংস্কারের বিষয়টি আলোচনায় উঠে এসেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা, অধিকার ও জুলাই বিপ্লবে শহীদ হওয়া শিক্ষার্থী এবং আহতদের অধিকার নিশ্চিতকরণের জন্য সমন্বয়কদের পক্ষ থেকে প্রাথমিকভাবে ১১ টি দাবি পেশ করা হয়।