চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক নাছির উদ্দীন ও রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রভাষক ইসমত আরা এর পিতা হাজী মোহাম্মদ ইয়াছিন এর মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের, উপ-উপাচার্য ( প্রশাসন) প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোক বার্তা প্রকাশ করেন তারা। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর (মরহুমের) শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এ সফল মানুষ এর মৃত্যুশোক যাতে তাঁর পরিবার-পরিজন কাটিয়ে উঠতে সক্ষম হন তারজন্য পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন।