ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি ও ভিডিও প্রকাশ করেছে দেশটির সরকারি টেলিভিশন প্রেস টিভি। সোমবার বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া গেলে তা প্রকাশ করা হয়। প্রেস টিভি জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও তার সঙ্গীদের নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে খুঁজে পেয়েছে উদ্ধারকারী দল। বিধ্বস্ত হেলিকপ্টারে থাকা সবাই মারা গেছেন বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট। এতে করে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। প্রেস টিভি জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে খুঁজে পেয়েছে উদ্ধারকারী দল।