ভারতীয় সেনা সদস্যদের সম্পর্কে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু মিথ্যা কথা বলেছেন বলে দাবি করেছেন মালদ্বীপের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শাহিদ। শনিবার তিনি বলেন, প্রেসিডেন্ট মুইজু বলেছেন মালদ্বীপে কয়েক হাজার ভারতীয় সেনা সদস্য আছেন। তার এই কথা আরেকটি মিথ্যা। আবদুল্লাহ শাহিদ বর্তমানে মালদ্বিভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) নবনির্বাচিত প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, দ্বীপরাষ্ট্র মালদ্বীপে বর্তমানে বিদেশি কোনো সশস্ত্র সেনা সদস্য মোতায়েন নেই। কিন্তু ১০০ দিনের মধ্যে এটা পরিষ্কার হয়ে গেছে যে প্রেসিডেন্ট মুইজু ভারতীয় সেনাবাহিনী নিয়ে আরেকটি মিথ্যা কথা বলেছেন।
এক্সে তিনি বলেন, দেশে তাদের সংখ্যা কত তা সুনির্দিষ্টভাবে জানাতে অক্ষম বর্তমান প্রশাসন। স্বচ্ছতা গুরুত্বপূর্ণ বিষয়। সত্যের বিজয় হবেই। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
উল্লেখ্য, নির্বাচনের আগে মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহার ছিল প্রেসিডেন্ট মুইজুর গুরুত্বপূর্ণ একটি প্রতিশ্রুতি। বর্তমানে দেশটিতে প্রায় ৭০ জন ভারতীয় সেনা সদস্য আছেন।
তার সঙ্গে আছে ডরনিয়ার ২২৮ সামুদ্রিক টহল বিষয়ক এয়ারক্রাফট এবং দুটি এইচএএল ধ্রুব হেলিকপ্টার। প্রেসিডেন্ট মুইজু ক্ষমতায় আসার দ্বিতীয়দিনে ভারত সরকারকে সরকারিভাবে তার সেনা সদস্যদের প্রত্যাহার করে নেয়ার অনুরোধ করেন।
গত ডিসেম্বরে মুইজু ভারতীয় সরকারের সঙ্গে আলোচনার পর দাবি করেন যে, ভারতীয় সেনা প্রত্যাহারে একমত হয়েছে দুই দেশ। এ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছেন তারা। তিনি আরও বলেন, ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য কূটনৈতিক আলোচনাও চলমান ছিল। তিনি বিস্তারিত জানিয়ে বলেন, আগের আলোচনায় সম্মতি অনুযায়ী তিনটি এভিয়েশন প্লাটফরমের মধ্যে একটির সেনাদেরকে এ বছর ১০ই মার্চের মধ্যে প্রত্যাহার করে নিতে হবে। বাকি দুটি প্লাটফরম থেকে প্রত্যাহার করতে হবে ১০ই মের মধ্যে।