চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার গ্রেফতার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:: চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিমকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। তাঁর বিরুদ্ধে মিরসরাই থানায় ককটেল বিস্ফোরণ ও বিস্ফোরক আইনে কয়েকটি মামলা রয়েছে। রোববার (১০ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি সিনেমা প্যানেল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সরোয়ার মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের মৃত তাজুল ইসলামের ছেলে। র‌্যাবের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, একাধিক নাশকতা মামলার পলাতক আসামী সরোয়ারকে গ্র্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে অবরোধ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে গত ৮ নভেম্বর মিরসরাই এলাকায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাংচুর, অগ্নিসংযোগসহ নাশকতার বিষয়টি স্বীকার করেছে। তাঁর বিরুদ্ধে মিরসরাই, জোরারগঞ্জ ও কোতয়ালী থানায় ৯টি মামলা রয়েছে।