কয়েক ঘণ্টা পর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুপুর ২টা ৩০ মিনিটে চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। এর আগে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ এনেছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন। তাদের দাবি অনুযায়ী আইসিসির অনুমতি ছাড়াই সেমিফাইনালের উইকেট পাল্টে ফেলেছে স্বাগতিক ভারত। এমনকি ফাইনালে উঠলে সেখানেও একই কাজ করা হবে বলে জানায় তারা।
মেইলের প্রতিবেদন অনুযায়ী, ভারত-নিউজিল্যান্ডের জন্য আজ মুম্বাইয়ের ৭ নম্বর উইকেট চূড়ান্ত করা হয়। যেখানে গ্রুপ পর্বে কোনো ম্যাচ হয়নি। কিন্তু বিসিসিআই আইসিসিকে না জানিয়ে ৬ নম্বর উইকেটে খেলা ম্যাচ আয়োজন করেছে, যেখানে এর আগে দুটি ম্যাচ (ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ও ভারত-শ্রীলঙ্কা ম্যাচ) হয়েছে।
এবারের বিশ্বকাপে উইকেট প্রস্তুতির দেখভাল করার দায়িত্বে রয়েছেন আইসিসির কনসালট্যান্ট অ্যান্ডি অ্যাটকিনসন। কিন্তু উইকেট পাল্টানো নিয়ে অ্যাটকিনসনকে পরিষ্কার কোনো ব্যাখ্যা দেয়নি বিসিসিআই। কোন ম্যাচের আগে কোনো উইকেটে খেলা সেটি আয়োজক বোর্ডের সঙ্গে চূড়ান্ত করেন তিনি। শুরুতেই এই প্রক্রিয়া চললেও মেইলের প্রতিবেদন অনুযায়ী সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অ্যাটকিসনসনকে আর পাত্তা দেয়নি বিসিসিআই।
শুধু এই ম্যাচ নয়, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড প্রথম ম্যাচটি পূর্বনির্ধারিত ৬ নম্বর উইকেটে অনুষ্ঠিত হলেও পরের তিনটি ম্যাচ পূর্বনির্ধারিত উইকেটে খেলা হয়নি।
এমনকি ফাইনালের জন্য চূড়ান্ত উইকেটও পাল্টে যেতে পারে। এতে বিরক্ত হয়ে অ্যাটকিনসন বিসিসিআইয়ের কাছে জানতে চান, এসব পরিবর্তনের সিদ্ধান্ত কার? বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয় গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন (জিসিএ) সিদ্ধান্তগুলো নিয়েছে। কিন্তু গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন দাবি করেছে, তারা বিসিসিআইয়ের নির্দেশ মোতাবেক কাজ করছে এবং অনুরোধগুলো এসেছে সরাসরি ভারতের টিম ম্যানেজমেন্ট থেকে।