২৪ অক্টোবর জন্মদিন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির। প্রতি বছরই নিজের জন্মদিন ধুমধাম করে সবাইকে নিয়ে পালন করে থাকেন তিনি। গতবারও হয়েছিল এমন আয়োজন। কিন্তু এবার আর জমকালো আয়োজনে জন্মদিন পালন করবেন না এ নয়িকা। বেশ কদিন ধরেই পরীমনির নানা বেশ অসুস্থ। তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। আর এই নানাকে নিয়েই প্রতি বছর নিজের জন্মদিন উদযাপন করেন তিনি। পরীমনি বলেন, আমার নানু আমার জন্য কি সেটা সবাই জানেন। তিনি কদিন ধরেই অসুস্থ। তার অসুস্থতার জন্য আমি শুটিংও বাদ দিয়েছিলাম।
তাই এবার জন্মদিনটি পালন করতে পারছি না। পরীমনি বলেন, তবে পরে একদিন সবাইকে নিয়ে উদযাপনের চেষ্টা করবো। পরীমনি এখন ব্যস্ত রয়েছেন সরকারি অনুদানের ‘ডোডোর গল্প’ সিনেমা নিয়ে। বর্তমানে ইস্কাটনের একটি বাড়িতে এর শুটিং চলছে।











