মোবাইল ফোনে সিম-রিম মাধ্যমে দেয়া সেবার ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক বহাল থাকছে।
শনিবার জাতীয় সংসদে পাস হওয়া অর্থবিলে প্রস্তাবিত এই শুল্কে কোনো পরিবর্তন আনা হয়নি।
এর আগে ১৩ জুন ২০১৯-২০ অর্থবছরে মোবাইল ফোনে সিম ও রিম কার্ডের উপর আরোপিত সম্পূরক শুল্কহার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ প্রস্তাব করা হয়।
মোবাইল ফোন অপারেটরগুলো এই শুল্ক প্রত্যাহার চাইছিলো।
তাদের বক্তব্য এই বাড়তি শুল্ক ডিজিটাল বাংলাদেশ গঠনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকেই বাধাগ্রস্ত করবে।
বাড়তি শুল্কে গ্রাহককে কথা বলায় ও ডেটায় বেশি টাকা খরচ করতে হবে।