গ্রেফতারি পরোয়ানা জারি হলে ডিআইজি মিজানের বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (২৬ জুন) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক অনুষ্ঠান শেষে তিনি আরো বলেন, ডিআইজি মিজান দেশে আছে কিনা তিনি জানেন না।
তিনি বলেন, যেহেতু সে একজন উচ্চ পদস্থ অফিসার সে জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে সরকারের অনুমোদন লাগে। সেই অনুমোদনের পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন তার বিরুদ্ধে যা কিছু উঠেছে। তা বিচারের পরই যে রায় হবে, সেই অনুযায়ী তার সাজা হবে।