চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের অফিসার সমিতির নেতৃবৃন্দ ২৪ জুন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার-এর সাথে উপাচার্য দপ্তরের সভাকক্ষে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমদ, চবি অফিসার সমিতির সভাপতি জনাব এ কে এম মাহফুজুল হক, সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শাহ আলম, সহ সাধারণ সম্পাদক জনাব আবদুর রহিম, কোষাধ্যক্ষ জনাব আবদুল হামিদ লস্কর, সাংগঠনিক, দপ্তর ও প্রচার সম্পাদক জনাব মো. হাছানুল করিম, সমাজকল্যাণ, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক জনাব মীনা পারভীন হোসেন, সদস্য-জনাব মো. মাহফুজুর রহমান চৌধুরী, জনাব মো. সোহরাব হোসাইন, জনাব মো. আলতাফ-উল-আলম, জনাব মোহাম্মদ মোরশেদ আলম উপস্থিত ছিলেন।
প্রফেসর ড. শিরীণ আখতার সমিতির নেতৃবৃন্দকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, বিশ^বিদ্যালয়ের অফিসারবৃন্দ বিশ^বিদ্যালয়ের অন্যতম চালিকা শক্তি। তিনি বিশ^বিদ্যালয়ের চলমান একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠু ও অধিকতর গতিশীলতা আনয়নে অফিসারদের স্ব স্ব দায়িত্ব সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে পালনের আহ্বান জানান। তিনি অফিসার সমিতির নেতৃবৃন্দের উত্থাপিত বিভিন্ন দাবী-দাওয়া বিশ^বিদ্যালয়ের প্রচলিত নিয়মে সমাধানের আশ^াস প্রদান করেন। সমিতির নেতৃবৃন্দ মাননীয় উপাচার্যকে (রুটিন দায়িত্বপ্রাপ্ত) আন্তরিক অভিনন্দন জানান এবং বিশ^বিদ্যালয়ের সার্বিক কর্মকান্ড আরও গতিশীল করতে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।