বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এস.এস.সি প্রোগ্রামের সম্প্রতি প্রকাশিত ক্রটিপূর্ণ ফলাফল প্রকাশের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বাউবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে বাউবি ছাত্রলীগের সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন সুমনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির আয়োজন করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
উক্ত সমাবেশে বক্তারা নির্দিষ্ট সময়ে বই না দেয়া, ক্রটিপূর্ণ ফলাফল প্রকাশ, বাউবি প্রশাসনের দূর্নীতি সহ বাউবি শিক্ষার্থীদের বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন। বক্তারা আরো বলেন, আগামী সাত কর্মদিবসের মধ্যে যদি ক্রুটিপূর্ণ ফলাফল সংশোধন করা না হয় তাহলে লাগাতার কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ মো: হাবিব, বর্তমান সহ-সভাপতি মহিউদ্দিন কাদের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, প্রচার সম্পাদক জনি বড়–য়া, ছাত্রী বিষয়ক সম্পাদিকা নুরজাহান আকতার কলি, সহ-সম্পাদক প্রকাশ দত্ত পলাশ, সবুজ দাশ, সাদ্দাম হোসেন, রবিউল হাসান, শাহিন আলম, তৌহিদুর রহমান, ইকবাল হোসেন প্রমুখ।