মির্জা ইমতিয়াজ শাওন:: বৃহস্পতিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে চাক্তাই ভেড়া মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ।
ভেড়া মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের স্পটে ফায়ার স্টেশনের ৫টি ইউনিটের ১৫টি গাড়ি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন বলেন, ভেড়া মার্কেটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট চাক্তাই, নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ, ও বন্দরের ১৫টি গাড়ি ঘটনাস্থলে কাজ করে। এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।
তিনি বলেন, ঘটনার তদন্তে ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে ৫ সদস্য বিশিস্ট একটি তদন্ত কমিটি ঘোষনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসক। কমিটিকে ৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
আগুনে ১০০টি কাঁচাঘর ৪টি মুদির দোকান ও ৪টি টেইলারিং দোকান পুড়ে গেছে। তবে আগুনের সুত্রপাত ও আর্থিক ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি।
উল্লেখ্য এর আগে ১৬ ফেব্রুয়ারি চাক্তাই ভেড়া মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে ৯জনের মৃত্যু হয়। পুড়ে ছাই হয় প্রায় ২০০ ঘর।
ট্রাফিক বিভাগের দায়িত্বরত সার্জেন্ট বলেন নতুনব্রীজ ফিশারিঘাট এলাকায় আগুন,তীব্র যানজট এর সৃষ্টি। সকলে রেনিনার্স রোড এড়িয়ে চলুন।