চট্টগ্রাম থেকে অপহরণের ১১দিন পর সাবেক স্বরাস্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগিনা সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ)কে উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ময়মনসিংহ থেকে সৌরভকে উদ্ধার করা হয়েছে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি জানান, ভোরে ময়মনসিংহের তারাকান্দােতে সৌরভের খোঁজ মিলেছে।
তাকে চট্টগ্রামে আনতে পাঁচলাইশ থানার একটি টিম ময়মনসিংহ যাচ্ছে।
গত রবিবার ৯ জুন চট্টগ্রাম মহানগরীর আফমি প্লাজার সামনে থেকে সৌরভকে একটি প্লাডো গাড়িতে করে ৪/৫ জন লোক অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করে তার পরিবার।
ওই রাতে তার পিতা পাঁচলাইশ থানায় এ ব্যাপারে জিডি করেন।
গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সোহেল তাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রথম অহরণের বিষয়টি অভিযোগ করেন।
তবে পুলিশের দাবী প্রেম সংক্রান্ত বিরোধের কারণে সৌরভ অপহরণ হয়।