হটলাইনে (১০৬) অভিযোগ পেয়ে মঙ্গলবার (১৮ জুন) দুপুরে নগরের পাঁচলাইশে আঞ্চলিক পাসপোর্ট অফিসে হাজির দুদকের হয় টিম এবং অভিযান পরিচালনা করে।
হটলাইনে (১০৬) পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে হটলাইনে করা অভিযোগের সত্যতাও পেয়েছে দুদকের টিম।
দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, দুদকের হটলাইনে এক ভুক্তভোগী পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য নিয়ে অভিযোগ করেন। দুদকের হটলাইনে (১০৬) এ অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক জাফর আহমদের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে কোনো দালালকে আটক করা না গেলেও হটলাইনে করা অভিযোগের সত্যতা পেয়েছি আমরা। আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।