সাইক্লোন সেল্টার থেকে পড়ে প্রকৌশলীর মার্মান্তিক মৃত্যু

কুতুবদিয়ায় উত্তর ধুরুং ইউনিয়নের বাইঙ্গাকাটায় নির্মাণাধীন স্কুল কাম সাইক্লোন সেল্টার থেকে মাঈন উদ্দিন (৩৪) নামের এক সাইট প্রকৌশলীর মার্মান্তিক মৃত্যু হয়েছে। নিউজ চট্টগ্রাম

মাঈন উদ্দিন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর চানপুর গ্রামের বাসিন্দা ইউনুছ মিয়ার পুত্র।
জানাযায়, ১৭ জুন সকাল ১১টার দিকে মাঈন উদ্দিন সাইটের কাজ তদারকি করতে উপজেলার বাইঙ্গাকাটা এলাকায় নির্মানাধীন বাইঙ্গাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারে কাজ তদারকি করতে তিনি নির্মানাধীনভবনের উপরে উঠেছিলেন। পৌনে ১২টার দিকে তিনি ভবন থেকে পড়ে গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার অচেতন দেহ উদ্ধার করে সোয়া ১২টার দিকে কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করালে কতর্ব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন পরীক্ষা নিরীক্ষার করার পর মৃত ঘোষণা করেন।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মহসীন জানান, মাঈন উদ্দিন ইজারাদার গ্রুপ ওয়াহিদ কনস্ট্রাকশনের অধীনে সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজের তদারকির দায়িত্বে ছিল। দূর্ঘটনার বিষয়ে তার পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা পৌঁছলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এব্যাপারে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস জানান, এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে নির্দিষ্ট অভিযোগ প্রদান করা হলে প্রয়োজনীয় গ্রহন করা হবে।