শফিউল আলম, রাউজানঃ রাউজানে বাশ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে ।
৯ নভেম্বর (রবিবার) দুপুরে রাউজান পৌরসভার ৭ নং ওয়ার্ডের শরীফ সাহানগর এলাকা এঘটনা সংগঠিত হয় । এলাকার স্থানীয় বাসিন্দারা বলেন, এহসান দুপুরে তার বাড়ীর কাছে বাশ কাটার জন্য গাছের মধ্যে উঠে । বাশ কাটার সময়ে বিদ্যুৎ লাইনের তারের সাথে বাশ লেগে এহসান বিদ্যুৎস্পৃস্ট হয় । এহসান বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার র্প তাকে মূমুর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তার স্বজনেরা কতব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন । বিদ্যুৎস্পৃস্ট হয়ে মৃত্যুবরন কারী এহসান (২৫) রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের শরীফ বাড়ীর লোকমান হাকিমের পুত্র । এহসান তিন সাপ্তাহ পুর্বে বিয়ে করেন । এহসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।











