খালে মাছ ধরতে গিয়েব জ্রপাতে যুবকের মৃত্যু

কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে খালে মাছ ধরতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে চৌফলদন্ডী খামারপাড়া দক্ষিণখালে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিউজচট্টগ্রাম

মৃত মো. রাসেল মিয়া (২৬) চৌফলদন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ড খামার পাড়ার মরহুম মমতাজ আহমদের ছেলে।চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল বলেন, রোববার সকালে বাড়ির পাশের খামারপাড়ার দক্ষিণে লবণ মাঠের খালে মাছ ধরতে যান রাসেল। হঠাৎ বজ্রসহ বৃষ্টি হলে বজ্রাপাতে রাসেল আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একইদিন বাদ আছর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।