বাবুল হোসেন বাবলা:
আজ দুপুর ২টার দিকে বন্দরটিলা জব্বার মাকের্ট ভবন সংলগ্ন বৈদ্যতিক খুঁটিতে শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ড ঘটে। এ সময় মূল সড়কে দুই পাশের যান চলাচল আধাঘন্টা বন্ধ ছিল।
খুঁটিতে শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। স্থানীয় জন সাধারণ আগুন নিয়ন্ত্রনে রাখেন এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি গাড়িসহ অগ্নিনির্বাপক সদস্যরা প্রচেষ্টা চালিয়ে প্রায় ৩০ মিনিটের মধ্যে আগুণ নিয়ন্ত্রণ আনে। এ সময় ওইসব বাসা থেকে লক্ষাধিক টাকার মালামাল অগ্নিনির্বাপক সদস্যরা উদ্ধার করেন বলে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম থেকে জানায়।