কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের মাতার ইন্তেকাল

৩১নম্বর আলকরণ ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের মাতা ফেরদৌস আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)।

ঢাকার ইম্পালস্ হাসপাতালে বুধবার (৫ জুন) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি চার সন্তানের জননী।

বৃহস্পতিবার (৬ জুন) বাদ জোহর পুরাতন রেলস্টেশনে নামাজে জানাযা শেষে পাঠানটুলি গায়েবি মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন কাউন্সিলর তারেক সোলেমান সেলিম।

ফেরদৌস আরা বেগমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন কাউন্সিলররা।