অসুস্থ পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে গেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।
বুধবার (০৫ জুন) ঈদের নামাজ শেষে পুলিশ লাইন্সে বিভাগীয় পুলিশ হাসপাতালে অসুস্থ পুলিশ সদস্যদের দেখতে যান তিনি।
এ সময় পুলিশ সদস্যদের কুশল বিনিময় করেন ও তাদের খোঁজ-খবর নেন সিএমপি কমিশনার। অসুস্থ পুলিশ সদস্যরা যাতে যথাযথ চিকিৎসা সেবা পান সেদিকে লক্ষ্য রাখতে হাসপাতালের চিকিৎসক-নার্সদের নির্দেশনা দেন।
এ সময় সিএমপি কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, উপ-কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত উপ-কমিশনার (সিটি এসবি) মঞ্জুর মোরশেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।