নগরের দেওয়ানহাট এলাকায় পিকআপের ধাক্কায় মো. নাসির উদ্দিন জীবন (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৫ জুন) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
তিনি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী তুলাতলী এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন মিত্র বলেন, রাত দেড়টার দিকে দেওয়ানহাট ওভারব্রিজের ওপর পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. নাসির উদ্দিন জীবন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটর সাইকেলকে ধাক্কা দেওয়া পিকআপটি আটক করা যায়নি বলে জানান এসআই সুজন মিত্র।
নাসির উদ্দিন জীবন বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঈদের পাঞ্জাবি কিনতে এসেছিলেন বলে জানান এসআই সুজন মিত্র।
নাসির উদ্দীন জীবনের আত্মীয় মো. শাকিল বলেন, ঈদের কেনাকাটা করতে অলংকার মোড় হয়ে নিউমার্কেটে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। তাকে আর বাঁচানো যায়নি, নতুন পাঞ্জাবিতে ঈদের নামাজ পড়াও হলো না।