জমিয়াতুল ফালাহ ময়দানে ঈদ জামাতের ব্যপক প্রস্তুতি লক্ষ করা গেছে। এরি মাঝে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ চট্টগ্রামে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। জমিয়াতুল ফালাহ জামে মসজিদ ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ঈদ জামাতকে নগরীর বড় জামাত বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোমবার (৩ জুন) দুপুরে নগরের দামপাড়ার জমিয়তুল ফালাহ মাঠে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শনকালে মেয়র বলেন, সিসিটিভি ক্যামেরাগুলো মনিটরিং করবে সিএমপির কন্ট্রোল রুম থেকে।তিনি জানান, বৈরী আবহাওয়ার পূর্বাভাস মাথায় রেখে চট্টগ্রামের প্রধান ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। ভারী বৃষ্টি হলেও যাতে ঈদের নামাজ আদায়ে অসুবিধা না হয় সেজন্য ত্রিপলের শামিয়ানা দেওয়া হয়েছে। মাঠ পাকা থাকায় স্বস্তিদায়ক পরিবেশে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের সমস্যা যাতে হতে না পারে সে জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সিএমপি। সিএপি সূত্র জানায় কোনো কিছুকে ছোট করে না দেখে আমরা সর্বোচ্চ ভাবে প্রস্তুত আছি। কোনো আগাম সংবাদ পাওয়া গেলে যাতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি।
বন্দরনগরীতে ৪০৩টি ঈদ জামাতের মধ্যে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ঈদ জামাতকে নগরীর বড় জামাত বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।