টেকনাফে সাড়ে ৫ কোটি টাকার মাদক উদ্ধার

টেকনাফে সাড়ে ৫ কোটি টাকার ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোর রাতে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার (বিজিবিএম) বলেন, সোমবার ভোর রাতে খারাংখালী বিওপি’র বিআরএম-১৪ হতে আনুমানিক ৫০ গজ দক্ষিণে নাফ নদী দিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারের গোপন সংবাদ পায়। ওই তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদর এবং খারাংখালী বিওপি’র দুইটি টহলদল ওই স্থানে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়িবাঁধ এর আঁড় নিয়ে কৌশলে অবস্থান গ্রহণ করে। এসময় ভোর ৪টার দিকে টহলদল একজন ব্যক্তিকে মিয়ানমার হতে শূন্য লাইন অতিক্রম করে বেড়িবাঁধের দিকে আসতে দেখা যায়। ওই ব্যক্তিকে টহলদল চ্যালেঞ্জ করে খুব দ্রুত তার দিকে অগ্রসর হয়। কিন্তু বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী নাফ নদীর দিকে দৌড় দেয় এবং রাতের অন্ধকারের সুযোগে সাঁতার দিয়ে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে নাফফোরা নামক দ্বীপের দিকে পালিয়ে যায়। পরে টহলদল ওই স্থানে পৌঁছে তল্লাশি চালিয়ে চোরাকারবারির ফেলে যাওয়া লুঙ্গি দিয়ে বাঁধা একটি পুঁটলা উদ্ধার করে। ওই পুঁটলার ভিতর হতে ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক আরো জানান, ওই এালাকায় ব্যাপক অভিযান চালিয়ে কোন চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারিকে শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

উদ্ধারকৃত মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা ট্যাবলেট বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম শেষে তা উর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
এদিকে, থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে মজুদ করা বিপুল পরিমাণ বিলাতি মদ উদ্ধার করেছে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সে শাহপরীর দ্বীপ ডেইল পাড়া এলাকার মোহাম্মদ ইউসুফের ছেলে মোঃ হাসিম(২৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা এর নেতৃত্বে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার বিভিন্ন বসত ঘরে গত ৩১ ডিসেম্বর রাত ১২টা হতে ভোর ৭টা পর্যন্ত পৃথক অভিযান পরিচালনা করে ২৬২ ক্যান বিয়ার এবং ১০০ বোতল হুইস্কি জব্দ করে।

ওই কর্মকর্তা জানান, গোপন সংবাদ পেয়ে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ ডেইল পাড়া গ্রামের মোহাম্মদ ইউসুফের ছেলে মোঃ হাসিমের(২৭) বসত ঘরে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪৫ বোতল গ্লেন মাস্টার নামীয় বিলাতি হুইস্কি এবং ৭২ ক্যান ডায়াব্লো নামের ১২% এলকোহল সমৃদ্ধ বিয়ার উদ্ধার করে। মদ ও বিয়ার রাখার দায়ে এ সময় মোঃ হাসিমকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে অপর একটি অভিযানে টেকনাফ মডেল থানাধীন সাবরং ইউপির ৮ নং ওয়ার্ড শাহপরীর দ্বীপ ডেইল পাড়াস্থ মৃত আব্দুস সালামের ছেলে মোঃ নুরের (২৫) বসত ঘরে অভিযান চালায়। এসময় ৫৫ বোতল গ্রান্ড রয়েল নামক বিলাতি হুইস্কি এবং ১৯০ ক্যান আন্দামান বিয়ার জব্দ করা হয়। মোহাম্মদ নূর অভিযানের সংবাদ পেয়ে পালিয়ে যায়। ফলে তাকে আটক করা সম্ভন হয়নি।
ওই কর্মকর্তা আরো জানান, এই ঘটনায় টেকনাফ মডেল থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং এ সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।