বিমানবন্দরে ইয়াবাসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের সারজাহগামী এক যাত্রীকে ইয়াবাসহ আটক করেছে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা।

শনিবার (০১ জুন) বিকেলে বিমানবন্দরে ঢোকার পথে তল্লাশীকালে মো. সোহেল নামে ওই যাত্রীকে আটক করা হয়। তার ব্যাগ তল্লাশী চালিয়ে ৫ হাজার ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

মো. সোহেল ফটিকছড়ি উপজেলার মো. শফির ছেলে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তা শহিদুল ইসলামবলেন, বিমানবন্দরে ঢোকার পথে তল্লাশীকালে মো. সোহেল নামে এক যাত্রীকে তল্লাশী চালিয়ে ৫ হাজার ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ওই যাত্রীকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. সোহেল এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে সারজাহ যাওয়ার কথা ছিল বলে জানান নিরাপত্তা কর্মকর্তা শহিদুল ইসলাম।