মিউজিক ভিডিও ‘যেওনা’

ঈদ উপলক্ষে প্রকাশ হলো প্রত্যয় খানের নতুন গানের মিউজিক ভিডিও ‘যেওনা’। সঙ্গীতার ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে গানটি। সিয়াম সরকার জনের লেখায় গানটির সুর ও সংগীত করেছেন প্রত্যয় নিজেই। গানটিতে প্রত্যয়ের সঙ্গে মডেল হয়েছেন নোলক। প্রত্যয় খান বলেন, অনেক দিন পর একটি মিউজিক ভিডিও প্রকাশ করলাম। প্রকাশের অল্প সময়ের মধ্যে ভালো সাড়া পাচ্ছি। আমার অন্যসব গানের তুলনায় এই গানের ভিডিওর গল্পটা একটু ভিন্ন। মিউজিক ভিডিওতে আমার সহশিল্পী হিসেবে কাজ করেছে আমার বন্ধু নোলক।

এটা ওর প্রথম কাজ। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।