
কারাগারে শীর্ষ সন্ত্রাসী অমিত মুহুরী খুনের জেরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভাঙচুর চালিয়েছে তার অনুসারীরা।
বুধবার (২৯ মে) দিবাগত রাত ২টার দিকে হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি বিভাগে ভাঙচুর চালায় তারা।
হামলাকারীরা বিভাগের কলাপসিবল গেট, জানালার কাঁচ ভেঙে ফেলে। পরে পুলিশ ধাওয়া দিলে তারা হাসপাতাল এলাকা ত্যাগ করে।
এ সময় হাসপাতালজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। ভয়ে রোগী ও স্বজনরা ছোটাছুটি শুরু করেন।
হামলার বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, প্রায় শতাধিক যুবক হাসপাতালে হামলা চালায়। এ সময় একটি কলাপসিবল গেট ও জানালার কাঁচ ভেঙে ফেলে হামলাকারীরা। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে হাসপাতাল এলাকা থেকে বের করে দেয়।
এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম কারাগারের ৩২ নম্বর সেলে অমিতের সঙ্গে কথা কাটাকাটি হয় রিপন নামে আরেক বন্দির। পরে রিপন ইট দিয়ে অমিতকে মাথায় আঘাত করে। আহত অবস্থায় অমিতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২০১৭ সালের আগস্টে চট্টগ্রাম নগরের এনায়েতবাজার এলাকার রাণীর দীঘি এলাকা বন্ধু ইমরানকে খুন করে মরদেহ ড্রামে ভরে দীঘিতে ফেলে দেয় অমিত। ওই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন অমিত মুহুরী।
অমিতের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে ১৫টি মামলা রয়েছে বলে জানা গেছে।
অমিত মুহুরী পূর্বাঞ্চল রেলের কোটি টাকার দরপত্র নিয়ে জোড়া খুনের মামলার আসামি।