কালুরঘাট সেতু বাস্তবায়নে প্রধানমন্ত্রীর জনসভায় সুস্পষ্ট ঘোষণার আহ্বান

চট্টগ্রাম নাগরিক ফোরামের ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত
চট্টগ্রামের কর্ণফুলীর কালুরঘাটে প্রস্তাবিত নতুন সেতুটির নির্মাণ কাজ অবিলম্বে শুরু করার জন্য ৪ ডিসেম্বর চটগ্রাম পলোগ্রাইন্ডে আসন্ন জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্পষ্ট ঘোষণার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন । গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফোরামের এক ভার্চুয়াল সভায় তিনি এ আহবান জানান। এতে বক্তারা বলেন, “কালুরঘাটের এই সেতুটির নির্মাণের জন্য অনেক কালক্ষেপণ করা হয়েছে। যার কারণে চট্টগ্রামবাসী চরমভাবে হতাশাগ্রস্থ হয়েছে। চট্টগ্রামের মানুষ শুধু নয়, সারাদেশের মানুষের আজ একি দাবি চট্টগ্রামের কালুরঘাটে নতুন সেতু চাই। মাননীয় প্রধানমন্ত্রী এই সেতুর ব্যাপারে আশ্বাস দিয়েছেন. তাঁর আন্তরিকতার ব্যাপারে কোন সন্দেহ নেই, কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও সংশ্লিষ্ট কতৃপক্ষ এই ব্যাপারে চরম গাফেলতি করছে। তাদের ব্যর্থতার কারণে বারবার নকশার পরিবর্তন করা হয়েছে। এতে ব্যয়ে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে কয়েকগুন। বক্তারা আরো বলেন, ” কালুরঘাটের বর্তমান সেতুটি ১৯৩০ সাল থেকে এখনো পর্যন্ত ব্যবহার হয়ে আসছে। এই সেতুটির জরাজীর্ণ অবস্থার কোন কারণ নাই। বর্তমান বাংলাদেশে বেমানান বিশেষ করে যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনেক উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে বাংলাদেশে সেক্ষেত্রে কর্ণফুলীতে বিপর্যস্ত কালুরঘাট সেতুটি একটি কলঙ্ক হিসেবে এখন রয়েছে। এটি উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গিকারের সাথে স্বপ্নের সাথে সম্পুর্ণ বেমানান। উক্ত এই ভার্চ্যুয়াল সভায় কালুরঘাট নতুন নির্মাণের দাবি ও তার সুফল নিয়ে নানাদিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের ফোরামের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সংগীত শিল্পী শাহরিয়ার খালেদ, মহাসচিব মো. কামাল উদ্দিন, চাকসুর সাবেক ভিপি ও সাবেক জাতীয় সংসদ সদস্য মজাহারুল হক শাহ চৌধুরী, সমাজকর্মী কাজী গোলাপুর রহমান, ডা: আহমেদ সাইদ, ফোরামের যুগ্ম সম্পাদক ডাঃ নাহিদা খানম সিমু,, কামরুল ইসলাম,. সাংবাদিক মির্জা ইমতিয়াজ শাওন, তরুণ সংগঠক সমাজসেবী সাজ্জাদ উদ্দিন, জীবন চৌধুরী, প্রকৌশলী প্রকাশ সিকদার, খালেসুর রহমান ও ডাঃ ফয়েজ মো. আমিন প্রমূখ। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, “আসন্ন ৪ঠা ডিসেম্বর চট্টগ্রামে পোলোগ্রাউন্ডের জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে মনে করি অবশ্যই একটা সুস্পষ্ট ঘোষণা দেবেন আশা করি। বিশেষ করে এই কালুরঘাট সেতুর যেন আগামী ফেব্রুয়ারী অথবা মার্চ থেকে কাজটা শুরু হয়, এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।” তিনি বলেন, “ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীকে বিভাগীয় কমিশনারের মাধ্যমে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি দেওয়া হয়েছিল। আমরা প্রতীক অনশন করেছি। সর্বশেষ আমরা আহবান জানাচ্ছি চট্টগ্রামের রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ করে আওয়ামী লীগের নেতৃবৃনিদ, মন্ত্রী, এমপিরা এই বিষয়টি উক্ত জনসভায় মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনার জন্যে আহ্বান জানাচ্ছি। সভায় এই সাথে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা সমস্যা নিরসনে মেগা প্রকল্পের কাজটি দ্রুত শেষ করার জন্য এবং জানজট নিরসনের দাবী জানানো হয় ।