পদত্যাগ করছেন টেরিজা মে

ব্রেক্সিট ইস্যুতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে। আগামী ৭ জুন তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।

শুক্রবার (২৪ মে) লন্ডনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে টেরিজা মে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে ঘোষণা দেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি ৭ জুন পদত্যাগ করতে যাচ্ছেন। তবে কনজারভেটিভ পার্টির আরেকজন নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কাজ করবেন।