মার্কাস রাশফোর্ডের গোল আর ডেভিড ডি হেয়ার দুর্দান্ত সেভে জয় দেখলো ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লীগের ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ১-০ গোলে হারায় তারা।
ক্রিস্টিয়ানো রোনালদোকে শুরুর একাদশে রেখে প্রিমিয়ার লীগে প্রথমবার কোনো ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েস্ট হ্যামের বিপক্ষে পূর্ণ ৯০ মিনিট খেলেছেন রোনালদো। গত ১৩ই আগস্ট সর্বশেষ ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৯০ মিনিট খেলেন তিনি। ওই ম্যাচে ৪-০ গোলে হেরেছিল ইউনাইটেড।
৩৮তম মিনিটে ডিবক্সে ক্রিস্টিয়ান এরিকসেনের বাড়ানো ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন মার্কাস রাশফোর্ড। চলতি মৌসুমে ইউনাইটেডের জার্সিতে লীগে এটি তার চতুর্থ গোল। সবমিলিয়ে সপ্তম। প্রিমিয়ার লীগে রাশফোর্ড সবশেষ গোল করেন ৪ঠা সেপ্টেম্বর আর্সেনালের বিপক্ষে।
তবে ওয়েস্ট হ্যামকে হারাতে রাশফোর্ডের গোল যথেষ্ট ছিল না। ডেভিড ডি হেয়ার অসাধারণ সেভ তাদের পূর্ণ তিন পয়েন্ট এনে দেয়। ম্যাচে মোট পাঁচটি সেভ করেন স্প্যানিয়ার্ড এই গোলরক্ষক।
৮৪তম মিনিটে কুর্ত জুমা এবং ৯৩ মিনিটে ডেক্লান রিসের শট যেভাবে ঠেকালেন ডি হেয়া, তাতে নতুন করে প্রশ্ন উঠছে লুইস এনরিকে কেন তাকে স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে রাখলেন না?
এই জয়ে চেলসিকে টপকে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ২৩ পয়েন্ট। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে আছে ইউনাইটেড।
রোববার প্রিমিয়ার লীগের অন্য ম্যাচে নটিংহ্যাম ফরেস্টকে ৫-০ গোলে বিধ্বস্ত করে আর্সেনাল। জোড়া গোল করেন ২৪ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড রেইস নেলসন। একটি করে গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি, টমাস পার্টি, মার্টিন ওডেগার্ড। নটিংহ্যামের বিপক্ষে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয় আর্সেনালের। মিকেল আর্তেতার অধীনে মাত্র দ্বিতীয়বারের মতো কোনো লীগ ম্যাচে পাঁচ গোল করলো গানাররা। গত বছরের ডিসেম্বরে নরউইচের বিপক্ষে ৫-০তে জিতেছিল দলটি।










