পুলিশ বক্সে বোমা হামলা: ১৬ নব্য জেএমবির বিরুদ্ধে অভিযোগপত্র

ষোলশহরে পুলিশ বক্সে বোমা হামলার মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির ১৬ সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট।

বুধবার (২৬ অক্টোবর) চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কামরুল ইসলাম।
অভিযোগপত্রভুক্ত ১৬ আসামি হলেন- মো. সাইফুল্লাহ সাইফুল (২৪), মো. এমরান (২৪), মো. আবু ছালেহ (২৫), মো. আলাউদ্দিন (২৩), মো. মহিদুল আলম মহিউদ্দিন (২৫), মোহাম্মদ জহির উদ্দিন (২৮), মঈন উদ্দিন (২০), রহমত উল্লাহ আকিব (২৪), মোহাম্মদ সেলিম (৩৩), মো. আব্দুল্লাহ আল নোমান খাঁন (২৫), মো. আব্দুল কাউয়ুম কাইয়ুম (২৪), মুহাম্মদ কায়ছার মো.কায়সার উদ্দিন (২১), মো. সাহেদ হোসেন (২৪), মো. মোরশেদুল আলম (২৫) ও মুহাম্মদ শাহজাহান (২৮)। তা ছাড়া অভিযুক্ত মো. আবু ছাদেক (১৭) ‘শিশু’ হওয়ায় তার বিরুদ্ধে-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সং/১৩) এর ৬(২)/৮/৯/১০/১২ মতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। হাবিব, মাইনুল, কামাল ও শহিদের সঠিক নাম ঠিকানা না পাওয়ায় তাদের মামলার দায় থেকে অব্যাহতির প্রস্তাব করছেন মামলার তদন্ত কর্মকর্তা।

২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি রাতে নগরের ষোলশহর ২ নম্বর গেট ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণ ঘটে। এতে ট্রাফিক পুলিশের দুই সদস্যসহ পাঁচজন আহত হন। বিস্ফোরণে ট্রাফিক বক্সটিতে থাকা সিগন্যাল বাতি নিয়ন্ত্রণের সুইসবোর্ড ধ্বংস হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় মামলা করে।