চোলাই মদসহ যুবক গ্রেফতার

কোতোয়ালী থানার খেজুর তলা এলাকা থেকে ১০৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি অটোরিকশাসহ মো. সালাহ উদ্দিন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ অক্টোবর) ভোর সোয়া ৫ টার দিকে ইকবাল হোস্টেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. সালাহ উদ্দিন, একই থানার পূর্ব মোহরা কেরানীর বাড়ীর জসিম ড্রাইভারের ছেলে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সোয়া পাঁচটার দিকে অভিযান চালিয়ে নগরের চান্দগাঁও থানার খেজুরতলা ইকবাল হোস্টেলের সামনে থেকে মো. সালাহ উদ্দিন গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে দেড়শ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার মো. সালাহ উদ্দিন চট্টগ্রাম সিএনজি অটোরিকশা গাড়ী যোগে পাবর্ত্য জেলা রাঙ্গামাটি থেকে দেশীয় তৈরি চোলাইমদ সংগ্রহ করে। রাঙ্গামাটি থেকে পাইকারী দামে বিক্রয় করার জন্য চট্টগ্রাম মহানগর এলাকায় চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করেছিলেন।