চবি কেন্দ্রীয় মন্দিরে শ্যামাপূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত

শ্যামাপূজা ও দীপাবলী উৎসব ২০২২ উপলক্ষে সনাতন ধর্ম পরিষদ, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এর উদ্যোগে ২৪ অক্টোবর ২০২২ সন্ধ্যা ৬:০০ টায় বিশ^বিদ্যালয় উত্তর ক্যাম্পাসস্থ কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। সনাতন ধর্ম পরিষদের সভাপতি প্রফেসর ড. তাপসী ঘোষ রায়ের সভাপতিত্বে এতে ধর্মীয় আলোচক ছিলেন শ্রীমান পন্ডিত গদাধর দাস ব্রহ্মচারী। সনাতন ধর্ম পরিষদের সাধারণ সম্পাদক চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক জনাব তাপস কুমার ভৌমিক। অনুষ্ঠান শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন শ্রীমান শাস্ত্রনিপুন ভক্ত দাস ব্রহ্মচারী। অন্ষ্ঠুানে চবি সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ও সহকারী প্রক্টরবৃন্দ, জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. দ্বৈপায়ন সিকদার, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর ড. অলক পাল এবং সনাতন ধর্মাবলম্বী বিপুল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য শ্যামাপূজা ও দীপাবলী উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, প্রকৃত ধর্ম চর্চা মানুষকে কুসংস্কার থেকে দূরে রেখে আলোর পথে, কল্যাণের পথে নিয়ে যায়। মাননীয় উপাচার্য দীপাবলীর আলোয় সকল অন্ধকারের অপশক্তিকে পিছনে ফেলে আলোর পথে এগিয়ে যাবার আহবান জানান।