বিশ্বনবী (স.)’র উপর দরুদ শরীফ পড়া শুধু মুমিন নয় সৃষ্টিকুলেরও দায়িত্ব

হযরত মুহাম্মদ (স.)’র সৃষ্টির মধ্য দিয়ে ¯্রষ্টার প্রকাশ। আল্লাহ তায়ালা বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.)কে দুনিয়াতে প্রেরণ করেছেন রাহমাতুল্লিল আলামিন-স্বরূপ, তথা সৃষ্টিকুলের রহমতরূপে। আল্লাহ তায়ালার সৃষ্টিজগতের মহান ও সর্বোৎকৃষ্ট সৃষ্টি হযরত রসুল করিম মুহাম্মদ (স.)। মুমিন বান্দাদের ¯্রষ্টাপ্রাপ্তির পূর্বশর্ত প্রিয়নবী হযরত মুহাম্মদ (স.)’র উপর বেশি বেশি দরুদ শরীফ পড়া। তাই বিশ্বনবী (স.)’র উপর দরুদ শরীফ পড়া শুধু মুমিন বান্দা নয়, সৃষ্টিকুলেরও দায়িত্ব। নগরীর বউবাজার পানির কলে অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পীরে তরিকত মাওলানা নিজাম উদ্দিন শাহ খলিল ভা-ারী (ম.জি.আ) এ কথা বলেন।
আঞ্জুমানে খলিল ভা-ার আহমদ শাহ পরিষদ বউবাজার পানির কল শাখার উদ্যোগে গত ২২ অক্টোবর শনিবার পানির কল জামে মসজিদ সংলগ্ন ময়দানে বাদে মাগরিব হতে সারা রাতব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে ও খলিল ভা-ার দরবার শরীফের প্রতিষ্ঠাতা, প্রাণপ্রিয় মুর্শিদ, শাহসুফি হযরত মাওলানা আহামদুল হক শাহ খলিল ভা-ারী (ক.)’র স্মরণে আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলাধীন খলিল ভা-ার দরবার শরীফের পীর ছাহেব ও সাজ্জাদানশীন পীরে তরিকত শাহসুফি হযরত সৈয়দ সৈয়দ মুহাম্মদ মাওলানা নিজাম উদ্দিন শাহ খলিল ভা-ারী (ম.জি.আ)। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোমদ-ী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা সরোয়ার কামাল আল কাদেরী, আল মাদানী ইসলামিক কালচারাল ফোরামের যুগ্ম মহাসচিব শায়ের মুহাম্মদ শাহ পরান আবেদী চাঁদপুরী, নুরানি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হযরত মাওলানা মুহাম্মদ আবদুল মোনায়েম ছাহেব, খলিল ভা-ারের দেবীদ্বার উপজেলার খাদেম মাওলানা মুহাম্মদ জাকির হোসেন শাহ খলিল ভা-ারী, সাপ্তাহিক সুন্নিয়তের আলো পত্রিকার সম্পাদক স ম জিয়াউর রহমান, দৈনিক অগ্নিশিখার সিনিয়র রিপোর্টার ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান।
চট্টগ্রাম কোর্ট হিল জামে মসজিদের সহকারী ইমাম মাওলানা নুরুল আবছার আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কর্মকর্তা মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ আবদুস সালাম, মো. আলাউদ্দিন, মো. জসিম উদ্দিন, চান মিয়া। মাহফিলে বিশেষ আকর্ষণ ছিলেন চট্টগ্রামের খ্যাতিমান শায়ের মুহাম্মদ তাহসিন রেজা। মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির উন্নতি কামনা করে এবং তরিকতের খেদমতে সকল আশেকানদের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত শেষে তবারুক বিতরণ করা হয়।