ড্রামের ভেতর নারীর মরদেহ

পতেঙ্গায় ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে পতেঙ্গা কালীবাড়ি এলাকায় সড়কের পাশে থাকা প্লাস্টিকের ড্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পতেঙ্গা থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর জানান, একটি বড় ড্রামের ভেতর নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পিবিআই ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে- কয়েকদিন আগে হত্যার পর মরদেহটি ড্রামে রেখে সেখানে ফেলে দেওয়া হয়। তাই সেটি অনেকটা বিকৃত হয়ে গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।