ত্রিদেশীয় সিরিজে টানা দুই হার দেখেছে বাংলাদেশ। ফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। তবে আজ নিউজিল্যান্ডকে হারানো কঠিনই হবে সাকিব আল হাসানদের। টাইগারদের ২০৯ রানের টার্গেট দিয়েছে কিউইরা।
আজ (বুধবার) ক্রাইস্টচার্চের হেগলি ওভালে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপসের ফিফটিতে ৫ উইকেটে ২০৮ রান তুলেছে কিউইরা।
দলীয় ৪৫ রানে নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙেন শরিফুল ইসলাম। ফিন অ্যালেনকে ৩২ রানে ফেরান এই টাইগার পেসার। এরপর ৮২ রানের জুটি গড়েন মার্টিন গাপটিল ও ডেভন কনওয়ে। ২৭ বলে ৩৪ রান করে এবাদত হোসেনের শিকার হন গাপটিল। দলীয় সর্বোচ্চ রান আসে ডেভন কনওয়ের ব্যাট থেকে। ৪০ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৪ রান করেন তিনি।
ষাটের কোঠা ছুঁয়েছেন গ্লেন ফিলিপসও। মাত্র ২৪ বলে ২ চার ও ৫ ছক্কায় ৬০ রান করেন তিনি।
৪ ওভারে ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন। ৪০ রানের খরচায় দুই উইকেট নেন এবাদত হোসেনও। শরিফুলের শিকার একটি উইকেট। ৪ ওভারে ৪০ রান দিয়ে উইকেটশূন্য সাকিব আল হাসান।










