পর্যটক শূন্য পতেঙ্গা সমুদ্র সৈকতে

রমজান আস্তে না আস্তে পর্যটক শূন্য পতেঙ্গা সমুদ্র সৈকত জুড়ে ব্যবসায়ীরা আতংকে কিভাবে রমজান মাস কাটাবে এইরকম ব্যবসা না হলে।

ছবিটি চট্টগ্রাম বন্দর নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতের ভাসমান হকার মার্কেট হতে বিকাল ৫ টায় ধারণ করা হয়।

এই সৈকতকে ঘিরে প্রায় ৫ শত পরিবার নির্ভরশীল বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানাযায়। তারা বলেন, বাদাম বিত্রুেতা, ঝালমুড়ি, ঘোড়া, চার চাকাগাড়ি, ফুসকা,খাগড়া, নাগর দুলনা,কসমেটিকস, আচার, শুটকি, জুতার দোকান, খাবার রেস্তোরাঁ, আবাসিক হোটেল, সেলুন, মুদির দোকান, টং দোকান, পান সিগারেট দোকান সহ অনেক বানিজ্য হয় এই পতেঙ্গা সমুদ্র সৈকত কে কেন্দ্র করে।

ব্যবসায়ীরা বলেন, এই সময় পর্যটকদের আনাগোনা দেখারমত কিন্ত এইবছর কেন এমন হল, নাকি দেশের পরিস্থিতির কারণে হল বুঝতে পারি না। হোটেল ব্যবসায়ী ইউসুফ বলেন, প্রতি বছর দোকান কর্মচারিদের রমজান আসার আগে বেতন বোনাস দিতাম। এখন এবছর ব্যবসা মন্দা হওয়াতে দোকান ভাড়া দিতে হিমসিম খেতে হচ্ছে।কিভাবে স্টাফদের বিদায় করবো চিন্তায় পড়ে গেছি।

রহিম বলেন, হকার করে সংসার চালায় সামনে রমজান আসাতে সৈকতে পর্যটক নেই বললেই চলে, রমজানে কেমনে চলুম। বাচ্চাদের খরচ ইদে নতুন জামা সমিতির কিস্তি, বাসা ভাড়া সব মিলিয়ে অনকে কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে।

সৈকতে ঘুরতে আসা কুমিল্লা হতে আব্দুস সালাম নামে এক পর্যটক বলেন, আমি প্রতিবছর ভ্রমণে বের হয় কিন্তু এখানে এসে বীচ এরিয়া জুড়ে নিরবতা নেই পর্যটকদের আনাগোনা।