ফাইনাল অনিশ্চিত টাইগারদের

বিশ্বকাপের প্রস্তুতি সারতে ত্রিদেশীয় সিরিজের আয়োজন। তবে বাংলাদেশের প্রস্তুতিটা ভালো হচ্ছে না। নিজেদের প্রথম দুই ম্যাচেই হার দেখেছে টাইগাররা। বাকি দুই ম্যাচে জয় পেলেও ফাইনালে ওঠা কঠিন সাকিব আল হাসনদের।

উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে টাইগাররা।

দু’বারের দেখায় একে অপরকে একবার করে হারিয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। তিন ম্যাচ খেলে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পাকিস্তান। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড। নেট রানরেটের পার্থক্যে এগিয়ে বাবর আজমরা। আর ২ ম্যাচে পয়েন্ট শূন্য বাংলাদেশ রয়েছে টেবিলের তলানিতে।

শেষ দুই ম্যাচে পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে হারালে টাইগারদেরও পয়েন্ট হবে ৪। তবে নেট রানরেটে বাকি দুই দলের চেয়ে অনেক পিছিয়ে থাকায় ফাইনাল অনিশ্চিত বাংলাদেশের।
আগামীকাল (১২ই অক্টোবর) নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

এরপর ১৩ই অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
ত্রিদেশীয় সিরিজের পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় হার পয়েন্ট রানরেট
পাকিস্তান ৩ ২ ১ ৪ ০.৬৪৬
নিউজিল্যান্ড ৩ ২ ১ ৪ ০.০৯৭
বাংলাদেশ ২ ০ ২ ০ -১.০৯২