সম্মিলিত পেশাজীবি পরিষদ চট্টগ্রাম শাখা অবিলম্বে চট্টগ্রামের মেয়র রেজাউল করিম কর্তৃক অযৌক্তিক হারে নির্ধারিত গলাকাটা গৃহকর বাতিল এবং কর রক্ষা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আফসার সহ নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা প্রত্রাহারের দাবী জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবন্দ বলেন সিটি কর্পোরেশন নির্বাচনের পূর্বে কর বাড়ানো হবে না প্রকাশ্যে ঘোষণা দেয়ার পরও সম্প্রতি গৃহকর ৫ গুণ থেকে ১২ গুণ পর্যন্ত বৃদ্ধি করেছে। যা সম্পূর্ণ ওয়াদার বরখেলাপ এবং জনসাধারণের সঙ্গে প্রতারণার সামিল। গৃহকর বাড়ানোর জন্য ১৯৮৬ সালের দি সিটি কর্পোরেশন ট্যাক্সেসন রুল অধ্যাদেশের ২১ ও ২ ধারা বিধি মোতাবেক বাড়ী ভাড়া আরোবাড়িয়ে গৃহকর নির্ধারণ পদ্ধতি অনুসরণের মারাত্মক ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ইতিমধ্যে চট্টগ্রামের করদাতাদের কাছে নতুনভাবে নির্ধারিত গৃহকরের চাহিদাপত্র পাঠানো হয়েছে। চট্টগ্রামের মেয়র বলেছেন সংক্ষুব্ধ করতাদা কর্পোরেশনের কাছে আপীল করলে গৃহকর কমিয়ে দেয়া হবে। এই পদক্ষেপের মাধ্যমে যেন হয়রানি, ঘুষ, দুর্নীতির এই পদক্ষেপে বলে দেয়া হয়েছে। একটি বৎসর জাতীয় সংসদ আইন প্রণয়ন ছাড়া একটি ভুল অদ্যাদেশের ভিত্তিতে গৃহকর আদায়ের তোগলঘী কা- সমর্থন যোগ্য হতে পারে না। নেতৃবৃন্দ ভাড়ার উপর কর নির্ধারণ বাতিল করে গৃহ পরিবারের ভিত্তিতে কর নির্ধারণের দাবী জানিয়ে বলে হোল্ডিং ট্যাক্সের আপীলের নামে ইতিমধ্যে সংশ্লিষ্টরা টাকা হাতিয়ে নেয়া শুরু করেছে। তাই অবিলম্বে ভাড়ার ওপর নির্ধারণ গৃহকর বাতিল করার দাবী জানিয়ে বলেন, করোনার ফলে গত দুই বৎসর মানুষের জীবন দুর্বিসহ হয়ে পড়েছে। তার উপর বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজবীন বিপর্যস্ত। পেশাজীবী নেতৃবৃন্দ গণমাধ্যম ব্যক্তিত্ব, সুশীল সমাজ, বিভিন্ন পেশার সংগঠন আইনজীবী, নাগরিক সমাজ, সামাজিক সংগঠন ও সোশ্যাল মিডিয়ার দায়িত্ববান ব্যক্তিদের এগিয়ে আসাসহ বিভিন্ন রাজনৈতিক দলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ কর সুরক্ষা পরিষদের আন্দোলনের প্রতি দ্যার্থহীন সমর্থন জানিয়ে যুগপৎ আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। বিবৃতিদাতাগণ হলেন- এড. এস.এম. বদরুল আনোয়ার, অধ্যাপক ডা. জসিম উদ্দিন, সাংবাদিক জাহিদুল করিম কচি, সাংবাদিক মো. শাহনেওয়াজ, ডা. খুরশিদ জামিল, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. সারোয়ার আলম, ইঞ্জিনিয়ার সেলিম মো. জানে আলম, অধ্যাপক নছরুল কাদের, ডা. তমিজ উদ্দিন মানিক, বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, এড. দেলোয়ার হোসেন চৌধুরী, ডা. আবু জাফর, ডা. আবদুল মান্নান, এড. মকবুল কাদের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবউদ্দিন, সাংবাদিক ইসকান্দর আলী চৌধুরী, ডা. কামরুন্নাহার দস্তগীর, এড. এস.ইউ.এম নুরুল ইসলাম, ডা. মফিজুল ইসলাম ভূঁইয়া, এড. জালাল উদ্দিন পারভেজ, এড. মো. আলাউদ্দিন, ডা. আশরাফ কবির ভূঁইয়া, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, এড. আবদুস সাত্তার সরোয়ার, ডা. শাহনা বেগম, ডা. আবদুল মোতালিব, অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, ডা. জিয়াউদ্দিন, এড. জহিরুল আলম, সাংবাদিক সালেহ নোমান, ডা. ফয়জুর রহমান, ডা. রাজীব চৌধুরী, ডা. মো. ইয়াছিন, প্রকৌশলী আমিনুর রহমান সুমন, এম. মনজুর উদ্দিন চৌধুরী, প্রকৌশলী জিল্লুর রহমান, অধ্যাপক জাফর উল্লাহ তালুকদার, ডা. রাসেল ফরিদ, এড. আজিজুল হক, ডা. কাজী মাহবুব আলম, ডা. সৈয়দ মাহমুদুল ইসলাম, ডা. ফেরদৌস আরা সালমা, ডা. হোসনে আরা বেগম, ডা. রিফাত আক্তার, এড. রুনা কাশেম, ডা. ইছা চৌধুরী, ইঞ্জিনিয়ার রাশেদ হাসান, ডা. ময়নাল হোসেন, এড. আশরাফী বিনতে মোতালেব, এড. আয়শা আক্তার সনজি, ডা. শাহনাজ সিরাজ মামুন, ডা. নুরুল আবছার খান, ডা. মিনহাজুল আলম, এড. বিলকিস আরা মিটু, সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, ডা. মো. মঈনউদ্দিন, ডা. সাকিবুর রশিদ, এড. তৌহিদুল ইসলাম, সাংবাদিক এফ.এ.এফ রুমি, নারীনেত্রী আরজু শাহাবউদ্দিন, কৃষিবিদ প্রফেসর ড. রোকনুজ্জামান, অধ্যাপক মো. আলামিন, অধ্যাপক মো. শাহাদাত হোসেন, কৃষিবিদ প্রফেসর ড. শাহনাজ সুলতানা, অধ্যাপ মো. শফিকুল ইসলাম, কৃষিবিদ প্রফেসর ডা. লুৎফর রহমান, ডা. সুলতান মাহমুদ হাসান, এড. অধ্যাপক কাজী সাইফুদ্দিন, অধ্যাপক আবু নাছের, অধ্যাপক জাকারিয়া, অধ্যাপক মো. আবদুল মাবুদ, ডা. রাজীব চৌধুরী, অধ্যাপক জহুরুল আলম, ডা. ইমরান হোসেন, ডা. মিনহাজুল আলম।
বাড়ি প্রেস রিলিজ সম্মিলিত পেশাজীবী পরিষদের বিবৃতি কর সুরক্ষা পরিষদের আন্দোলনের প্রতি সম্মিলিত পেশাজীবী পরিষদের...











