পদত্যাগের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল। গতকাল রোববার নিজের টুইট একাউন্টের এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। এ খবর দিয়েছে রয়টার্স।
দেশটিতে প্রলয়ঙ্করী বন্যা, রাজনৈতিক সঙ্কট ও টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতিতে এ ঘোষণা দেন পাক অর্থমন্ত্রী। টুইটে মিফতা লিখেছেন, তিনি গতকাল নওয়াজ শরীফ ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি মৌখিকভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কথা জানিয়েছেন। মিফতা বলেন, পাকিস্তানে পৌঁছে আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করব। মিফতা তাঁর টুইটে উল্লেখ করেন, দুইবার অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করাটা গর্বের বিষয়। শাহবাজ ও মিফতা বর্তমানে লন্ডনে রয়েছেন। তাঁরা আগামী সপ্তাহের শুরুতে পাকিস্তানে ফিরবেন।











