‘শ্রমিক কর্মচারীদের এক বেতন কমিশন ঘোষণা করতে হবে’

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলস লিমিটেডে (কেপিএম) কর্মরত শ্রমিক কর্মচারীদের বিভিন্ব দাবি আদায়ের লক্ষ্যে গেইট মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত কেপিএম শ্রমিক- কর্মচারী পরিষদের (সিবিএ) ব্যানারে মিলের ১নং গেইটে এই গেইট মিটিং অনুষ্ঠিত হয়। এতে কেপিএমে কর্মরত শ্রমিক কর্মচারীরা অংশ নেয়।

এসময় কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদের (সিবিএ) সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, কেপিএম কারখানাকে পূর্বের ন্যায় সচল করতে হবে। শ্রমিক কর্মচারীদের এক কর্পোরেশনে এক বেতন কমিশন ঘোষণা করতে হবে। সরকার ২০২৩ সালের জুলাই হতে কর্মচারীদের ৫ ভাগ বিশেষ সুবিধা দিয়েছে এবং ২০২৫ সালের জুলাই হতে মুল বেতনের ১৫ ভাগ হারে যে সুবিধা দিয়েছে, সেই সুবিধা কর্মচারীদের ন্যায় শ্রমিকদেরও দিতে হবে। তিনি আরও বলেন, কারখানায় কর্মরত পে কমিশনভুক্ত শ্রমিকদের কর্মচারীদের ন্যায় উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। শ্রমিক কর্মচারীর নিয়োগ ও পদোন্নতি নীতিমালায় সৃষ্ট জটিলতা নিরসন করে অবিলম্বে তাদের পদোন্নতি করতে হবে। কারখানায় কর্মরত অস্থায়ী/ আউট সোসিং শ্রমিকদের সরকার ঘোষিত বর্ধিত হারে নায্য মজুরি প্রদান করতে হবে। যখন দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি হয় তখন সরকারি, বেসরকারি এবং রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান গুলোতে কর্মরত কর্মচারীদের জন্য সরকার মহার্ঘ্য ভাতা প্রদান করতো এবং সেই মহার্ঘ্য ভাতা পরবর্তীতে শ্রমিকদেরও প্রদান করতো। কিন্তু বিগত ২৩’ সাল হতে শ্রমিকরা এই মহার্ঘ্য ভাতা পাচ্ছে না। এই মহার্ঘ্য ভাতা দিতে হবে।

এসময় সিবিএ’র সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন জহির সহ সিবিএ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক শ্রমিক কর্মচারী উপস্থিত ছিলেন।