ফটিকছড়ি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা

আগামী ২ নভেম্বর ভোট গ্রহণের দিন ধার্য্য করে ফটিকছড়ি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এবারের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ অক্টোবর, বাছাই ১০ অক্টোবর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১৭ অক্টোবর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২ নভেম্বর।

ফটিকছড়ি ছাড়াও একইদিন জামালপুর জেলার হাজরাবাড়ি, দিনাজপুর জেলার পার্বতীপুর এবং সিলেট জেলার বিশ্বনাথ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালের ৩০ অক্টোবর ফটিকছড়ি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।