দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তান সফর করছে ইংল্যান্ড ক্রিকেট দল। ঐতিহাসিক এই সফরের শুরুটা জয় দিয়ে রাঙিয়েছে ইংলিশরা। সাত ম্যাচ সিরিজের প্রথম টি- টোয়েন্টিতে স্বাগতিক পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে মঈন আলীর দল।
মঙ্গলবার করাচিতে আগে ব্যাট করে মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ভর করে ৭ উইকেটে ১৫৮ রান তোলে পাকিস্তান। জবাবে ৪ উইকেটে ৪ বল হাতে রেখে জয় তুলে নেয় ইংল্যান্ড।
টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ১০ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন ওপেনার ফিল সল্ট। দ্বিতীয় উইকেটে ডেভিড মালান ৩৪ রানের জুটি গড়েন ওপেনার অ্যালেক্স হেইলসের সঙ্গে। মালান ১৫ বলে ২০ রানে আউট হলে ভাঙে এই জুটি। এরপর বেন ডাকেটও হেইলসকে নিয়ে ৩৪ রান তোলেন। ডাকেট ১৭ বলে ২১ রান করেন। দলীয় সর্বোচ্চ রান আসে ওপেনার হেইলসের ব্যাট থেকে।
চতুর্থ উইকেট পর্যন্ত ক্রিজে টিকে থেকে ৪০ বলে ৭ বাউন্ডারিতে ৫৩ রান করেন তিনি। এরপর হ্যারি ব্রুক ২৫ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। ৯ বলে ৭ রান করে জয় নিয়ে ক্রিজ ছাড়েন অধিনায়ক মঈন।
পাকিস্তানের উসমান কাদির ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট পান হারিস রউফ ও শাহনেওয়াজ দাহানি। এশিয়া কাপে আলো ছড়ানো পেসার নাসিম শাহ সর্বোচ্চ রান খরচ করে পাননি কোনো উইকেট। ৪ ওভারে ৪১ রান দেন তিনি।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৮৫ রান তোলেন পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। ২৪ বলে ৩১ রান করে বাবর আউট হলে ভাঙে এই জুটি। এরপর দলীয় সংগ্রহে ৩২ রান যোগ করতে দুই উইকেট হারায় পাকিস্তান। হায়দার আলী ১৩ বলে ১১ রানে আউট হওয়ার পর সাজঘরে ফেরেন মোহাম্মদ রিজওয়ান। ৪৬ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৮ রান করেন তিনি। রিজওয়ানের নৈপুণ্যেই লড়াকু টার্গেট দিতে সক্ষম হয় পাকিস্তান। এরপর ইফতেখার আহমেদ ১৭ বলে ২৮ রান করেন। বাকিদের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা।
৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ইংলিশ পেসার লুক উড। দুটি উইকেট পান আদিল রশিদ।











